শিক্ষা কর্মকর্তাদের মোটরসাইকেল ও ল্যাপটপ বিতরণ
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতরের কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের মাঝে ল্যাপটপ, মোটরসাইকেল ও ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র’ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে কর্মকর্তাদের মাঝে এসব বিতারণকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১ হাজার ৩৪টি ল্যাপটপ এবং ৬৪০টি মোটরসাইকেল হস্তান্তর করা হয়। ৭ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ল্যাপটপ ও ৬ কোটি ৬৪ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল বিতরণ করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের পরিকল্পনা ও প্রকিউরমেন্ট উইংয়ের তত্বাবধানে এ কার্যক্রম সম্পন্ন হয়।
শিক্ষামন্ত্রী বলেন, দ্রুততা ও দক্ষতার সঙ্গে কাজ সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের মাঝে এ উপকরণগুলো বিতরণ করা হলো। এগুলো কাজে লাগাতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, কোনো দুর্নীতি বা অপচয় করা যাবে না। দুর্নীতির ব্যাপারে আমাদের জিরো টলারেন্স নীতি। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র বিতরণ করা হচ্ছে। নতুন প্রজন্মকে স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস জানতে এ বই সাহায্য করবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএইচএম/এমআরএম/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন
- ২ আন্দোলনের মুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখায় উদাসীন: উপাচার্য
- ৪ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ৫ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত