হলিক্রসে ৯৯ শতাংশ পাস
হলিক্রস কলেজে পাসের হার ৯৯ দশমিক ৫০ শতাংশ। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কলেজটি থেকে এ বছর এক হাজার ১৯৯ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।
রোববার ফলাফল প্রকাশের পর কলেজ কর্তৃপক্ষ জানায়, এ বছর মাত্র দুজন শিক্ষার্থী ঝরে পড়েছে। কলেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এক হাজার ১৯৯ পরীক্ষার্থী অংশ নিয়ে এক হাজার ১৯৩ জন পাস করেছেন। ফেল করেছেন মাত্র ছয়জন। জিপিএ-৫ পেয়েছেন ৬৯৫ শিক্ষার্থী।
এবার প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে ৭২০ জন, মানবিক থেকে ২০১, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭২ পরীক্ষার্থী অংশ নেন।
বিজ্ঞান বিভাগ থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বিভাগ থেকে ৬৪১ শিক্ষার্থী, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩৬ এবং মানবিক বিভাগ থেকে ১৮ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।
মানবিক বিভাগ থেকে দুজন আর ব্যবসায় বিভাগ থেকে চারজন অকৃতকার্য হয়েছেন।
এইউএ/এমএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা