ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০৫ এএম, ২৩ জুলাই ২০১৭

এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে। গতবার এ সংখ্যা ছিল ৮৪৮টি। এবার তা কমে দাঁড়িয়েছে ৫৩২টি। অর্থাৎ শতভাগ প্রতিষ্ঠান কমেছে ৩১৬টি।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ে মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে গণভবনে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে ফল তুলে দেন শিক্ষামন্ত্রী।

মাদরাসা, কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডের অধীন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পাসের হার ও জিপিএ- ৫ প্রাপ্তির সংখ্যা দুটাই কমেছে। এবার ১০ বোর্ডের পাসের গড় হার ৬৮ দশমিক ৯১ শতাংশ। গতবার যা ছিল ৭৪ দশমিক ৭০ শতাংশ। এবারে জিপিএ- ৫ পেয়েছেন ৩৭ হাজার ৭২৬ শিক্ষার্থী।

এইচএস/এমএআর/পিআর