বরিশাল বোর্ডে পাসের হার ৭০.২৮ শতাংশ
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ২৮। গত বছরের চেয়ে এবার পাসের হার বেড়েছে দশমিক ১৫ ভাগ।
গত বছর পাসের হার ছিল ৭০ দশমিক ১৩ শতাংশ। এছাড়া গত বছরের চেয়ে এবার জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কিছুটা বেড়েছে। এবার জিপিএ-৫ পেয়েছেন ৮১৫ জন পরীক্ষার্থী। গত বছর ৭৮৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব ভট্টাচার্য্য পরীক্ষার ফল ঘোষণা করেন।
এদিকে, পাসের হারসহ সব ক্ষেত্রেই এ বছর বরিশাল বোর্ডে ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফলাফল করেছে।
সাইফ আমীন/এসআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত
- ২ বিশ্ববিদ্যালয় করা সম্ভব কি না, যাচাইয়ে সাতদিনের মধ্যে কমিটি
- ৩ বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী
- ৪ ট্রেনে পাথর নিক্ষেপ: তিতুমীর কলেজের শিক্ষার্থীদের দুঃখপ্রকাশ
- ৫ গুচ্ছ ভর্তি জটিল-বৈষম্যমূলক, থাকতে চায় না খুলনা বিশ্ববিদ্যালয়ও