ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

জাবিতে এবার আসন প্রতি ৯৮ পরীক্ষার্থী

প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০৭ সেপ্টেম্বর ২০১৪

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় প্রায় ২০০০ আসনের বিপরীতে মোট ১ লক্ষ ৯৬ হাজার আবেদনপত্র জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বে ৯৮ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর (শুক্রবার ব্যতিত) অনুষ্ঠিত হবে।

ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়া ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি দৈনিক সংবাদপত্র ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.juniv.edu) পাওয়া যাবে।