ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

একাদশে ভর্তির সময় বাড়ল

প্রকাশিত: ০২:১৫ পিএম, ২১ জুন ২০১৭

এখনও অনেক শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারেননি। এ কারণে নতুন করে ভর্তির সময় বৃদ্ধি করা হয়েছে।

তৃতীয় ধাপে ভর্তির সময় আগামী ৪ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে আন্তঃশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের ছুটির কারণে একাদশ শ্রেণিতে ভর্তির সময় বাড়িয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। বোর্ড নির্ধারিত দুই দফায় কলেজগুলোতে ভর্তির সময় বেধে দেয়া হলেও ঈদের ছুটির কারণে ২ থেকে ৪ জুলাই পর্যন্ত তৃতীয় ধাপে ভর্তির বাড়তি সময় বৃদ্ধি করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক ড. আশফাকুস সালেহীন জানান, সময় বৃদ্ধির সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছে।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী দুই দফায় কলেজে ভর্তি হওয়া যেত। প্রথম দফায় ২২ জুন শেষ হবে এ কার্যক্রম। দ্বিতীয় দফায় আগামী ২৮ ও ২৯ জুন। তবে ঈদের কারণে সময় তিন দিন বাড়ানো হয়েছে। আগামী ২ থেকে ৪ জুলাই তৃতীয় দফায় কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হওয়া যাবে।

তিনি আরও বলেন, একাদশে ভর্তির সময় বাড়ানোর বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এমএইচএম/এমএআর/এমএস

আরও পড়ুন