কারিগরি শিক্ষাকে আধুনিকায়ন করা হবে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আধুনিকায়ন করা হবে। এর প্রসারে সরকার সব ধরনের সহযোগিতা দিবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।
শনিবার ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ভবনে বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিপিওএ)-এর ২য় জাতীয় সম্মেলনে শিক্ষামন্ত্রী একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০৯ সালে মোট শিক্ষার্থীর মাত্র শতকরা এক ভাগ কারিগরি শিক্ষায় পড়াশোনা করত, যা সরকারের আন্তরিক প্রচেষ্টায় ১৪ ভাগে উন্নীত হয়েছে। ২০২০ সালে তা শতকরা ২০ ভাগে উন্নীত হবে।
তিনি বলেন, কারিগরি শিক্ষার বিস্তার ঘটাতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেরও অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে দেশে ৪৬৭টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অনুমোদন দেয়া হয়েছে। ৭ হাজার ৭৫৩টি ভোকেশনাল স্কুলের অনুমোদন দেয়া হয়েছে। স্টেপ প্রকল্পের মাধ্যমে ১৬২টি বেসরকারি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি দেয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সব শিক্ষার্থীই আমাদের দেশের ভবিষ্যৎ। তাই তাদেরকে সমান সুযোগ দিতে হবে।
বিপিপিওএ’র সভাপতি ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. আবদুস সোবহান গোলাপ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম বাবু, কারিগরি ও মাদরাসা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান।
এমএইচএম/জেএইচ/এমএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্ররাজনীতি মুক্ত খুবিতে শুরু হচ্ছে ভর্তির আবেদন
- ২ আন্দোলনের মুখে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
- ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইংরেজি শেখায় উদাসীন: উপাচার্য
- ৪ ন্যাশনাল বায়োটেকনোলজি থিসিস প্রতিযোগিতায় বিজয়ী চবি
- ৫ গুচ্ছ ভর্তি নিয়ে রাতে ভিসিদের বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত