এমপিও শিক্ষকদের মে মাসের বেতনের চেক ছাড়
এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় দেয়া হয়েছে। ৮টি চেক অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকে পাঠানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে তা নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষকদের মে মাসের বেতন ছাড় দেয়া হয়েছে। আগামী ৮ জুনের মধ্যে শিক্ষকরা তাদের স্ব-স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতা তুলতে পারবেন।
জেএইচ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে