দাওরায়ে হাদিস পরীক্ষা শুরু
‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’-এর অধীনে নিবন্ধিত কওমি মাদরাসাগুলোর দাওরায়ে হাদিসের (মাস্টার্স) পরীক্ষা শুরু হচ্ছে আজ। ১০টি বিষয় নিয়ে আয়োজিত এ পরীক্ষা আগামী ২৫ মে শেষ হবে।
পরীক্ষা গ্রহণের সুবিধার্থে সারাদেশকে ২৯টি জোনে বিভক্ত করা হয়েছে। সারাদেশে মোট ২১৮টি কেন্দ্রে এক হাজার নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ১৯ হাজার ৪৭২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। প্রতিদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হবে এবং সাড়ে ১২টায় শেষ হবে।
‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী শনিবার পরীক্ষার প্রশ্নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের সহায়তায় প্রতিটি জোনে পাঠানোর কাজ উদ্বোধন করেন।
এমইউ/এআরএস/জেআইএম
সর্বশেষ - শিক্ষা
- ১ কেন পড়বেন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি
- ২ ‘ওএসডি’ নয়, অবসরে যাচ্ছেন চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার
- ৩ বুয়েটে প্রাক-নির্বাচনীতে যোগ্যদের তালিকা প্রকাশ, নির্বাচিত ২৪২০৫
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরছে ভর্তি পরীক্ষা, বদলে যাচ্ছে পদ্ধতিও
- ৫ এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিকসহ সব ছুটি বাতিল