পেছালো অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স তৃতীয় বর্ষের ১৬ মে’র পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা ১০ জুন সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ কারণে ১৬ মে নির্ধারিত পরীক্ষা ১০ জুন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পক্ষ থেকে নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ১৬ মে কর্মবিরতি পালন করবেন সরকারি কলেজ শিক্ষকরা। এ কারণে পরীক্ষা পেছানো হয়েছে।
১৬ মে’র পূর্ণ দিবস কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আইকে সেলিমুল্লাহ খন্দকার।
উল্লেখ্য, গত ৬ মে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা। পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ৭ জুন শেষ হওয়ার কথা। পরীক্ষার বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) এবং (www.nubd.info) থেকে জানা যাবে।
এমএইচএম/জেএইচ/এএইচ/আরআইপি