ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

অধ্যাপক আলিমুল্লাহর মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক

প্রকাশিত: ১১:০১ পিএম, ১০ মে ২০১৭

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আলিমুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার দেয়া এক শোকবার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ড. আলিমুল্লাহর মৃত্যুতে দেশ একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিকে হারাল। তার অভাব সহজে পূরণ হবার নয়।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, আইইউবিএটির প্রতিষ্ঠাতা ও উপাচার্য অধ্যাপক ড. আলিমুল্লাহ বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি------রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে এবং বাদ আছর আইইউবিএটি ক্যাম্পাসে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। রোববার আইইউবিটি ক্যাম্পাস প্রাঙ্গনে মরহুমের কুলখানি অনুষ্ঠিত হবে।

এমএইচএম/বিএ