ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

মাদরাসাসহ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি

প্রকাশিত: ০৭:১৮ এএম, ১০ মে ২০১৭

মাদরাসাসহ সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে সংগঠনের মহাসচিব জহির উদ্দীন হাওলাদার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।

এসব দাবির মধ্যে রয়েছে, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে জারিকৃত ২০১২ সালের পরিপত্র বহাল রাখা, ২০১৩ সালের জারিকৃত সংশোধিত পরিপত্র বাতিল করে মাদরাসার প্রশাসনিক পদে জেনারেল শিক্ষক নিয়োগের বিধান চালু, বৈশাখী ভাতাসহ সব উৎসব ভাতা ও সম্মানজনক বাড়ি ভাড়া প্রদান, প্রতিটি আলিম-ফাজিল মাদরাসায় বিজ্ঞান ভবন নির্মাণ, শিক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণী সভায় বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি রাখা এবং স্মাতক-পাস কলেজের মতো আলিম-ফাজিল মাদরাসায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি করা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মো. রিয়াজুল করিম, মো. মিজানুর রহমান, নাজমুল হোসেন ও মো. আক্তার হোসেন প্রমুখ।

এএস/এসআর/পিআর

আরও পড়ুন