শুরু হয়েছে একাদশে ভর্তির আবেদন
একাদশ শ্রেণির ভর্তির জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার শিক্ষা সচিব সোহরাব হোসেন এ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর দুপুর ২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। ২৬ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।
এ সময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন উপস্থিত ছিলেন।
আবেদনের নির্দেশিকা দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
অনলাইনে আবেদন করতে www.xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যেতে হবে। এছাড়া টেলিটক থেকে এসএমএসের মাধ্যমেও আবেদন করা যাবে।
উল্লেখ্য, গত ৪ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ৮টি সাধারণ বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি বোর্ডসহ মোট ১০ বোর্ডের অধীনে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন পাস করেছেন। আর জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
এমএইচএম/জেডএ/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন