ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ভিন্ন উপায়ে পূর্ণাঙ্গ এসএসসি’র ফল

প্রকাশিত: ০৭:৫৮ এএম, ০৪ মে ২০১৭

প্রতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সকালে প্রকাশ করা হলেও শিক্ষার্থীদের কাছে তা পৌঁছতে সন্ধ্যা লেগে যায়। শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে দুপুরে দিকে ফল প্রকাশ করা হলেও সেখানেও বিপদ। সার্ভার আসে না।

তবে এসব বিড়ম্বনাকে দূরে ঠেলে খুব সহজেই জানাতে পারেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। চলুন এবার জেনে নেয়া যাক বিড়ম্ভনা থেকে মুক্তি পেয়ে ভিন্ন উপায়ে কিভাবে জানবেন কাঙ্ক্ষিত ফল।

পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আরও একটি সরকারি ওয়েবসাইট eboardresults.com/app/stud। ওয়েবসাইটটিতে প্রথমে এক্সামিনেশন, ইয়ার, বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর রেজাল্ট টাইপ অপশনে একক ফলাফল জানতে Individual Result এবং প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে Institutional Result সিলেক্ট করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সর্বশেষে সিকিউরিটি কি দিয়ে জানতে পারবেন কাঙ্ক্ষিত ফল। এ উপায়ে জিপিএ ছাড়া জানা যাবে বিষয় অনুযায়ী পূর্ণাঙ্গ ফলাফল।

আরএস/পিআর

আরও পড়ুন