মাদরাসায় কমেছে জিপিএ-৫, পাসের হার
গত বছরের তুলনায় চলতি বছর মাদরাসা শিক্ষাবোর্ডের দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা শতকরা ৫৬ ভাগ কমেছে।
গত বছর দাখিল পরীক্ষার্থীদের মধ্যে মোট ৫ হাজার ৮৯৫ জন জিপিএ-৫ পেয়েছিল। তবে এবার জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ হাজার ৬১০ জন।
বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, শুধু জিপিএ-৫ নয়, দাখিলে চলতি বছর কমেছে পাসের হারও। গত বছর পাসের হার ৮৮ দশমিক ২২ শতাংশ থাকলেও এবার তা কমে হয়েছে ৭৬ দশমিক ২০ শতাংশ। শতকরা হিসেবে পাসের হার কমেছে ১২ দশমিক শূন্য ২ শতাংশ।
এ বছর দাখিলে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৫৩ হাজার ৩৪৪ জন। গত বছর ছিল ২ লাখ ৪৬ হাজার ৩৩৬ জন। পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল ৭ হাজার ৮ জন।
তবে এবার পাস করেছে মোট ১ লাখ ৯৩ হাজার ৫১ জন। গত বছর পাস করেছিল ২ লাখ ১৭ হাজার ৩১৪ জন। ফলে গত বছরের চেয়ে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৪ হাজার ২৬৩ জন।
এমইউ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে