কুমিল্লায় বিজ্ঞানের চেয়ে মানবিকের পাসের হার কম
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হার ৫৯.০৩ শতাংশ। এ বছর ১ লাখ ৮২ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৮ হাজার ১১ জন। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ১৬ শতাংশ। এ বিভাগে ৪৭ হাজার ৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৬৩১ জন।
মানবিক বিভাগে পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ। এ বিভাগে ৫৪ হাজার ৯৫৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২২ হাজার ৬০৯ জন।
এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৬ দশমিক ৫৬ শতাংশ। এ বিভাগে ৮০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৫ হাজার ৭৭১ জন।
এ বছর ১ হাজার ৬৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৪টি এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি।
কামাল উদ্দিন/এফএ/পিআর
সর্বশেষ - শিক্ষা
- ১ ‘সংঘর্ষ এড়াতে’ সিটি কলেজ সরিয়ে নেওয়ার দাবি ঢাকা কলেজ কর্তৃপক্ষের
- ২ প্রিলি ও লিখিত পরীক্ষার মাঝে ৩ মাস সময় চান প্রার্থীরা
- ৩ সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
- ৪ সাত কলেজের স্বতন্ত্র পরিচয়ের জন্য বিশেষজ্ঞ কমিটি হচ্ছে
- ৫ সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত