ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

কুমিল্লায় বিজ্ঞানের চেয়ে মানবিকের পাসের হার কম

প্রকাশিত: ০৫:১৮ এএম, ০৪ মে ২০১৭

কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে তিনটি বিভাগে গড় পাসের হার ৫৯.০৩ শতাংশ। এ বছর ১ লাখ ৮২ হাজার ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৮ হাজার ১১ জন। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৫০ জন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৪ দশমিক ১৬ শতাংশ। এ বিভাগে ৪৭ হাজার ৯১ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ৩৯ হাজার ৬৩১ জন।

মানবিক বিভাগে পাসের হার ৪১ দশমিক ১৪ শতাংশ। এ বিভাগে ৫৪ হাজার ৯৫৭ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২২ হাজার ৬০৯ জন।

এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৫৬ দশমিক ৫৬ শতাংশ। এ বিভাগে ৮০ হাজার ৯৩১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৫ হাজার ৭৭১ জন।

এ বছর ১ হাজার ৬৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৪টি এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাস করতে পারেনি।

 

কামাল উদ্দিন/এফএ/পিআর