একাদশে ভর্তি আবেদন শুরু ৯ মে
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ৯ মে এবং ভর্তি শুরু আগামী ২০ জুন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বোর্ড চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, আগামী ৯ মে ভর্তি শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। আবেদন শেষে ভর্তি শুরু হবে ২০ জুন থেকে। এবার একজন শিক্ষার্থীকে একবার ভর্তি হলেই হবে।
এদিকে আগামী ৪ মে (বৃহস্পতিবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের মাত্র চারদিন পরই একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম পর্যায়ে একাদশে ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৫ জুন তালিকা প্রকাশ করা হবে। এরপর ৬-৮ জুন পর্যন্ত শিক্ষার্থীর কলেজ নির্বাচন নিশ্চিত করা হবে। দ্বিতীয় পর্যায়ে ৯ থেকে ১০ জুন মাইগ্রেশন ও নতুন আবেদন করার সুযোগ দেয়া হবে এবং ১৩ জুন ফল প্রকাশ করা হবে। এ পর্যায়ে শিক্ষার্থীর কলেজ নিশ্চায়ন সময় নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ১৫ জুন।
তৃতীয় পর্যায়ের মাইগ্রেশন ও নতুন আবেদন শুরু হবে ১৬-১৭ জুন এবং ১৮ জুন ফল প্রকাশ করা হবে। এ পর্যায়ে শিক্ষার্থীর কলেজ নিশ্চায়ন চলবে ১৯ জুন পর্যন্ত।
এছাড়া নীতিমালা অনুযায়ী, সারাদেশের কলেজগুলোতে ভর্তি শুরু হবে আগামী ২০ থেকে ২২ জুন ও ২৮ থেকে ২৯ জুন। আর ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।
এমএইচএম/আরএস/আরআইপি/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ গবেষণায় উদ্বুদ্ধ করতে সারা দেশের শিক্ষার্থী নিয়ে জবিতে সিম্পোজিয়া
- ২ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ৩ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৪ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৫ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ