নববর্ষ ভাতার দাবিতে আন্দোলনে বেসরকারি শিক্ষক-কর্মচারীরা
নববর্ষ ভাতার দাবিতে আন্দোলনে নামছেন বেসরকারি স্কুল শিক্ষক-কর্মচারী। মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার ও দেশের সব জেলার শহীদ মিনারে অবস্থান ধর্মঘট করবেন তারা।
সোমবার বেসরকারি স্কুল শিক্ষক-কর্মচারীদের সংগঠন জাতীয় শিক্ষক কর্মচারী ফ্রন্টের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, নববর্ষ ভাতা, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ শিক্ষকদের সঙ্গে নানা বৈষ্যম দূরীকরণের দাবিতে মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ২ ঘণ্টা অবস্থান ধর্মঘট পালন করা হবে।
এতে বেসরকারি স্কুল-কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেবেন। একই দিন দেশের বিভিন্ন জেলাতেও এ কর্মসূচি পালিত হবে।
ফ্রন্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ জাগো নিউজকে বলেন, ‘সব সরকারি কর্মকর্তা-কর্মচারী নববর্ষ ভাতা পেলেও বেসরকারি শিক্ষক-কর্মচারীরা তা পাচ্ছেন না।’
তাই শিক্ষকদের এই দাবি আদায়ে মঙ্গলবার থেকে নিয়মিত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
এমএইচএম/জেডএ/এমএমএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা