প্রতিবন্ধী স্কুলের শিক্ষকদের নতুন স্কেলে বেতন দেয়ার তাগিদ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রতিবন্ধী শিশুদের সেবা ও শিক্ষাদানে নিয়োজিত শিক্ষক ও সহকারীরা বেশ আন্তরিকতা নিয়ে কাজ করেন। তাই এ বিশেষ কাজে নিয়োজিতদের নতুন স্কেলে বেতনভাতা পাবেন বলে বলে আশা রাখি।
শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেনে সুইড বাংলাদেশের কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
চলতি বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় ‘এশিয়ান ফেডারেশন অন ইন্টেলেকচুয়াল ডিজঅ্যাবালিটিজের (এএফআইডি) ২৩ তম আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
সুইড বাংলাদেশের উপদেষ্টা ফজলে রাব্বী মিয়া বলেন, সম্প্রতি ঢাকায় আইপিইউ-এর ১৩৬ তম সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। এএফআইডি-এর ২৩তম সম্মেলনও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সমন্বয় করে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রতিবন্ধীদের কল্যাণে সমাজকল্যাণ মন্ত্রণালয়, প্রতিবন্ধী ফাউন্ডেশন ও প্রশাসনের কর্মকাণ্ড আরো বিস্তৃত হয়েছে। তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা কার্যক্রমে প্রায় চল্লিশ বছর ধরে সুইড বাংলাদেশের বিভিন্ন শাখার স্কুলগুলোতে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
বর্তমানে দেশব্যাপী সুইড বাংলাদেশের ৩৪৭ টি স্কুল রয়েছে বলে জানান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
সভায় এএফআইডি সম্মেলনের উপদেষ্টা কমিটির সদস্য মীর শওকাত আলী বাদশা, সংসদ সদস্য (এমপি) আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, মো. আফতাব উদ্দিন সরকার, রোটারি ক্লাবের সাবেক জেলা গভর্নর এসএম শওকত হোসেন প্রমুখ অংশ নেন।
এর আগে সুইড বাংলাদেশের মহাসচিব এবং এএফআইডি’র প্রেসিডেন্ট জওয়াহেরুল ইসলাম মামুন ২৩ তম সম্মেলনের খসড়া অনুষ্ঠান সূচিসহ সার্বিক বিষয় সভায় তুলে ধরেন।
এইচএস/এমএমএ/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন