এইচএসসির প্রশ্নপত্র আনতে গিয়ে চার গাড়ি আটক
কালো গ্লাসের গাড়ি নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার (এইচএসসি) প্রশ্ন আনতে যাওয়ায় চারটি গাড়ি জব্দ করেছে ঢাকা জেলা প্রশাসন।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় প্রশ্নপ্রত্র বহনে কালো গ্লাসের গাড়ি নিষিদ্ধ করে। এর পরিপ্রেক্ষিতে শনিবার গাড়ি চারটি জব্দ করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর তেজগাঁও মহিলা কলেজ (কেন্দ্র নম্বর ঢাকা-৩৫), নিউ মডেল ডিগ্রি কলেজ (ঢাকা-৮), আলহাজ মকবুল হোসেন কলেজ (ঢাকা-৪১) ও তেজগাঁও কলেজ (ঢাকা-৪১) কেন্দ্র থেকে এসব গাড়ি নিয়ে প্রশ্নপত্র আনতে যাওয়া হয়। পরে তা জব্দ করে ঢাকা জেলা প্রশাসনের ট্রেজারিতে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়্ন্ত্রক তপন কুমার রায় জাগো নিউজকে জানান, মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার পরও কালো গ্লাসের গাড়ি নিয়ে প্রশ্ন আনতে যাওয়ায় তা জব্দ করা হয়েছে।
পরে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্মকর্তারা যোগাযোগ করলে অন্য গাড়িতে করে প্রশ্নপত্র পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমএইচএম/এমআরএম/এমএমএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সদস্য হলেন আবুল কাসেম ফজলুল হক
- ২ উচ্চশিক্ষার উন্নয়নে প্রকল্পে ধীরগতি, ত্রিপক্ষীয় সভা করবে ইউজিসি
- ৩ চাকরির বয়স দুই বছর না হলে মাদরাসা শিক্ষকের বদলির সুযোগ নেই
- ৪ পাঠ্যবই ছাপাতে পাল্টা পদক্ষেপ এনসিটিবির, বেঁধে দিলো সময়সীমা
- ৫ ২৫ মার্চের আগে বই ছাপা সম্ভব নয় জানিয়ে চিঠি, পরক্ষণে চাইলেন ক্ষমা