ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

বই ছাপাতে সময়ক্ষেপণ না করার নির্দেশ

প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৬ এপ্রিল ২০১৭

যথা সময়ে পাঠ্যপুস্তক ছাপা সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একইসঙ্গে সময়মত দরপত্র আহ্বান ও মূল্যায়ন কাজও শেষ করতে বলেছেন তিনি।

বৃহস্পতিবার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ে এনসিটিবির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যপুস্তক ছাপার পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করতে হবে। পাঠ্যপুস্তকের কাগজ ও ছাপার মান যাতে ভালো হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। পাঠ্যপুস্তকে বানান ও অন্যান্য ভুলত্রুটির ব্যাপারে সংশ্লিষ্টদের আরও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

বৈঠকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনসিটিবি কর্মকর্তারা জানান, প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত ও অনুমোদন নেয়া হয়েছে। কাগজের টেন্ডার প্রক্রিয়াও প্রায় শেষ পর্যায়ে। সময়মত বই ছাপার সব প্রস্তুতি নেয়া হয়েছে।

এমএইচএম/আরএস/এএইচ/পিআর

আরও পড়ুন