প্রশ্নপত্র গ্রহণের সময় স্মার্টফোন বহন : তিন শিক্ষক-শিক্ষিকা আটক
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রশ্নপত্র আনতে গিয়ে স্মার্টফোন বহনের অভিযোগে আটক হয়েছেন দুই শিক্ষক ও এক শিক্ষিকা।
রোববার সকালে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে প্রশ্ন আনতে গিয়ে স্মার্টফোন বহনের বিষয়টি প্রকাশ পেলে ঢাকা ট্রেজারি থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন ঢাকা বোর্ডের কর্মকর্তারা।
এদিকে, এ ঘটনায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা পরীক্ষাকেন্দ্র সচিবের প্রতিনিধি ছিলেন। তারা হলেন, হাবিবুল্লাহ বাহার কলেজের সহকারী অধ্যাপক আবদুর রশিদ, ঢাকা টিএনটি কলেজের প্রভাষক নাঈমা নাসরিন ও প্রভাষক মাহবুবুর রহমান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, প্রশ্নপত্র গ্রহণের সময় স্মার্টফোন বহন নিষিদ্ধ। তারা বহন করায় তাদের পুলিশে দেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এর আগে শুক্রবার ভুয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মগবাজারের নয়াটোলা থেকে দুই যুবককে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এমএইচএম/এআর/জেডএ/এসআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে