ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

দাবি আদায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আল্টিমেটাম

প্রকাশিত: ১১:২৮ এএম, ২৯ মার্চ ২০১৭

স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দাবি আদায়ে আল্টিমেটাম দিয়েছে। ১৪ এপ্রিলের মধ্যে দাবি আদায় না হলে ক্লাস ছেড়ে কালো পতাকা নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে শিক্ষকরা এ আল্টিমেটাম দেন। কর্মসূচিতে সহশ্রাধিক শিক্ষক অংশ নেয়।

কর্মসূচিতে যোগ দেয়া বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষকরা জানান, শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের টাইমস্কেল ও স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তকরণ ও শিক্ষকদের জন্য বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধিসহ বৈশাখী ভাতার দেয়ার দাবিতে তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন।

তারা বলেন, সকল কিছুর মূল্য বৃদ্ধি পায়, শুধু শিক্ষকদের বেতন বাড়ে না। তাই যৌক্তিক দাবি আদায়ে বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। দাবি আদায় ছাড়া ক্লাসে ফেরা হবে না বলেন জানান তারা।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী বলেন, অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। অন্যথায় ১৪ এপ্রিলের পর মাথায় কালো কাপড় পরে আন্দোলনে নামতে বাধ্য হবো।

তিনি বলেন, ২০ শতাংশ বৈশাখী ভাতার পাশাপাশি সকল দাবি মেনে নিতে হবে। অন্যথায় ১৪ এপ্রিলের পর সারাদেশের বঞ্চিত সকল শিক্ষকরা লাগাতর আন্দোলনে নামবে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে দায় সরকারকেই নিতে হবে।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জাহান, সহ-সভাপতি সমরেন্দ্র নাথ রায়, হাসিনা পারভীন, আব্দুল মজিদ, অধ্যাপক ফজলুল হক, মিসেস হাসিনা পারভীন, মো. আব্দুল মজিদ, সুনীল চন্দ্র পাল, মো. শামসুল হুদা প্রামাণিক, মো. ছফি উল্যা খান, মো. শাহে আলম, মো. জহির উদ্দিন বাবর, মো. মফিজ উদ্দিন, অধ্যাপক ফজলুল হক উপস্থিত ছিলেন।

এমএইচএম/এএইচ/জেআইএম

আরও পড়ুন