স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তের দাবি
সরকারি বিধি অনুযায়ী স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত এবং ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধন শেষে শিক্ষকরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের সামনের রাস্তা প্রদক্ষিণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ না হওয়ায় পরিবার পরিজন নিয়ে আমরা অসহায় জীবনযাপন করছি। তাই সরকারের প্রতি আমাদের দাবি, সরকারি শিক্ষকদের মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও বৈশাখী ভাতা, চিকিৎসা ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করা হোক। তারা বলেন, অবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে তার দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি এম এ আউয়াল সিদ্দিকী, সাধারণ সম্পাদক মিসেস বিলকিস জাহান, সহ-সভাপতি সমরেন্দ্র নাথ রায়, আব্দুল মালেক প্রমুখ।
এএস/এমএমজেড/ওআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন