জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হবে : পরিকল্পনামন্ত্রী
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, উন্নত বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা আরও বেগবান করতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হবে। শিক্ষার হার শতভাগে উন্নীত করার মাধ্যমে ২০৩০ সালে জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হবে। এরই ধারাবাহিকতায় ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত বাংলাদেশ।
মন্ত্রী সোমবার ঢাকায় ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন প্রোগ্রাম এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচা্রাল রিলেশন দিবস উপলক্ষে ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
অনুষ্ঠানে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এবং ফাস্ট সেক্রেটারি জিসনো মুখার্জি বক্তৃতা করেন। হর্ষবর্ধন শ্রিংলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। আপনাদের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত হলে ভারত সবচেয়ে বেশি খুশি হবে।
পরিকল্পনামন্ত্রী ভারতে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়াতে হাইকমিশনারের হস্তক্ষেপ কামনা করেন।
এমএ/এমএআর/আরআইপি