ঠাকুরগাঁওয়ের দুটি কলেজের তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গীর সমির উদ্দিন স্মৃতি মহাবিদ্যালয় ও রাণীশংকৈল ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে আরও ১৪টি কলেজের তথ্য চাওয়া হয়েছে। মূলত জাতীয়করণের লক্ষেই এসব কলেজের তথ্য চেয়েছে অর্থ মন্ত্রণালয়।
গত ১৪ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের একজন উপ-সচিব স্বাক্ষরিত এ সম্পর্কিত একটি চিঠি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবকে পাঠানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয় ওই চিঠিটি গ্রহণ করেছে।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী সমিরউদ্দিন কলেজের অধ্যক্ষ গোলাম রব্বানী বেলাল জাগো নিউজকে বলেন, এরকম কোনো চিঠি এখনো হাতে পাইনি। তবে গণমাধ্যমে এ খবর শুনেছি।
জাতীয়করণের তালিকাভুক্ত অন্য কলেজগুলো হলো, চট্টগ্রামের রাউজান কলেজ, কুমিল্লা তিতাসের মেনহাজ হোসেন মিম কলেজ, সিলেট ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, পাবনা ফরিদপুরের মোহা. ইয়াসিন ডিগ্রি কলেজ, নওগাঁ আত্রাইয়ের মোলা আজাদ মেমোরিয়াল কলেজ, বগুড়ার ধুনট ডিগ্রি কলেজ, জয়পুরহাট ক্ষেতলালের ছাঈদ-আলতাফুন্নেছা কলেজ ও কালাইয়ের মহিলা ডিগ্রি কলেজ, দিনাজপুর খানসামার পাকেরহাট ডিগ্রি কলেজ, পঞ্চগড় অটোয়ারীর বঙ্গবন্ধু ডাংগীরহাট আদর্শ মহাবিদ্যালয় ও তেতুলিয়া ডিগ্রি কলেজ, যশোর বাঘারপাড়ার শহীদ সিরাজউদ্দিন হোসেন ডিগ্রি কলেজ, কুষ্টিয়ার আলমডাঙ্গা ডিগ্রি কলেজ।
এমএএস/পিআর