রাজশাহী বোর্ডে অনুপস্থিত ৪৬২, বহিষ্কার ২
চলমান এসএসসি পরীক্ষায় গণিতে রাজশাহী বোর্ডে দুইজন শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার তাদের বহিষ্কার করা হয়।
তারা হলো, রাজশাহীর বাগমারার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান ও বগুড়ার নন্দীগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহসান হাবীব।
এদিকে, ৪৬২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। রোববার বিভাগের ২৩২ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পরীক্ষায় শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মকাণ্ড নেই। ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনাও।
বিকেলে রাজশাহী বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) দুরুল হোদা এ তথ্য জানিয়েছেন।
পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গণিতে মোট এক লাখ ৫১ হাজার ৪৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয়ার কথা ছিল। কিন্তু ৪৬২ জন বাদে পরীক্ষায় বসেছে এক লাখ ৫১ হাজার ৩২ জন। অনুপস্থিতির হার দশমিক ৩০ শতাংশ।
এদিন সবচেয়ে বেশি সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বগুড়ার ৩৯ কেন্দ্রে ৯২ জন। এরপর যথাক্রমে পাবনায় ২৬ কেন্দ্রে ৮০ জন, রাজশাহীর ৩৮ কেন্দ্রে ৭৯ জন, সিরাজগঞ্জের ৪১ কেন্দ্রে ৭১ জন, নওগাঁয় ৩৫ কেন্দ্রে ৪৭ জন, নাটোরে ২১ কেন্দ্রে ৪৪ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ৩২ জন এবং জয়পুরহাটের ১৬ কেন্দ্রে ১৭ জন। পরীক্ষায় সার্বিক নজরদারিতে আটটি বিশেষ ভিজিলেন্স টিমসহ ১২৫টি টিম দায়িত্ব পালন করছে।
শিক্ষাবোর্ড জানিয়েছে, বোর্ডর দুই হাজার ৬৩৩টি প্রতিষ্ঠান থেকে এক লাখ ৬৭ হাজার ৩৩২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৮৬ হাজার ৮২০ জন এবং ছাত্রী ৮০ হাজার ৫৫২ জন। এ বছর বিজ্ঞানে ৮৪ হাজার ৯৪৯জন, মানবিকে, ৮০ হাজার ৯৯৭ জন এবং ব্যবসায় শিক্ষায় ১৭ হাজার ৪৮ জন। এবারের পরীক্ষায় এক লাখ ৬০ হাজার ৩১১ জন নিয়মিত, ৬ হাজার ৭৩০ জন অনিয়মিত এবং ৩৩১ জন মানোন্নয়ন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
ফেরদৌস সিদ্দিকী/এআরএ/আরআইপি
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ