পাঠ্যবইয়ের ভুল শনাক্ত ও দায়ীদের শাস্তি প্রদানে কমিটি
অবশেষে পাঠ্যপুস্তকের ভুল-ত্রুটি প্রসঙ্গে তদন্ত কমিটি গঠন করলো শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের সমন্বয়ে সাত কার্যদিবসের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ কর্তৃক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অধীনে প্রকাশিত ২০১৭ সালের পাঠ্যপুস্তকে বিতরণ করা হয়েছে। বইয়ে ভুল-ত্রুটি নির্ণয় ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ শাস্তির সুপারিশ প্রদানের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি উচ্চ ক্ষতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব মাহমুদুল ইসলাম এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (মাধ্যমিক)। এ কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার জাতীয় পাঠ্যপুস্তক ও পাঠ্যক্রম বোর্ড (এনসিটিবি) তিন সদস্যবিশিষ্ট সাত কার্যদিবস মেয়াদের একটি কমিটি গঠন করে। আগামী সোমবার তাদের প্রতিবেদন জমা দেয়ার কথা।
এদিকে পাঠ্যপুস্তকে ভুলের ঘটনায় প্রাথমিকভাবে দোষী দুই ব্যক্তিকে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা বলে জানা গেছে।
এমএইচএম/এসএইচএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ পেছনের শিক্ষাক্রমে ফেরার লড়াই প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীদের
- ২ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ৩ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৪ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৫ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ