ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

এইচএসসি ২০১৪ ফলাফল পুনঃনিরীক্ষণের নিয়মাবলী

শিক্ষা ডেস্ক | প্রকাশিত: ১০:৪৫ এএম, ১৪ আগস্ট ২০১৪

১৪ থেকে ২০ আগস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা যাবে। শুধুমাত্র প্রিপেইড টেলিটক মোবাইল থেকে এসএমএস পাঠিয়ে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন।

এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে প্রার্থীর রোল নম্বর লি১খে স্পেস দিয়ে বিষয় কোড লিখে এসএমএস’টি ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

EXAMPLE: RSC DHA 1234 101

SEND TO 16222

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর-PIN) প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর (কন্টাক্ট নম্বর) লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠান।

RSC<>YES<>PIN<>ANY CONTACT NUMBER & SEND TO 16222

EXAMPLE: RSC YES 47483875 01XXXXXXXX

পুনঃনিরীক্ষণের জন্য প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১৫০ টাকা করে খরচ হবে। যেসব বিষয়ের দুটি পত্র (যেমন বাংলা-ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে সেসব বিষয়ের জন্য একটি সাবজেক্ট কোড (যেমন বাংলা ১০১, ইংরেজি ১০৭) লিখলেই দুটি পত্রের জন্য আবেদন বলে গণ্য হবে ও দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।