ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

চট্টগ্রামে বেড়েছে পাসের হার

প্রকাশিত: ০৪:৩০ পিএম, ১৩ আগস্ট ২০১৪

এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম বোর্ডে পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫। গত বছর চট্টগ্রামের ১৯৬টি কলেজ থেকে ৬৪ হাজার ২৮২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে জিপিএ-৫ পায় ২ হাজার ৭৭২ জন।
 
এবার ২০৫টি কলেজ থেকে ৭৭ হাজার ৭৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬৪৬ জন। এবার ১৩ হাজারের বেশি পরীক্ষার্থী বাড়লেও জিপিও-৫ কমেছে ১২৬টি।
 
তবে গত বছরের তুলনায় চট্টগ্রাম বোর্ডে পাসের হার বেড়েছে। গতবার পাসের হার ছিল ৬১ দশমিক ২২ শতাংশ, এবার এ হার বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ০৬ শতাংশে।
 
গতবারের তুলনায় ছাত্র-ছাত্রী অনুপাতে পাসের হারও বেড়েছে। গতবার ছাত্র পাসের হার ছিল ৬১ দশমিক ২৫ শতাংশ এবার তা বেড়ে হয়েছে ৬৯ দশমিক ৩৯ শতাংশ হয়েছে। ছাত্রী পাসের হার ছিল গতবার ৬১ দশমিক ১৮ শতাংশ আর এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭০ দশমিক ৭০ শতাংশে।
 
মহানগর বাদে চট্টগ্রাম বিভাগে গত বছর পাসের হার ছিল ৫২ দশমিক ৭৯ শতাংশ এবার তা বেড়ে হয়েছে ৬৩ দশমিক ৯০ শতাংশ।