রাজশাহীতে কমেছে জিপিএ-৫, বেড়েছে পাশের হার
পাশের হার বাড়লেও এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৫৫ শতাংশ। গত পরীক্ষায় ছিল ৭৭ দশমিক ৬৯ শতাংশ। এর আগে ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ দ্য রিপোর্টকে জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাশের হার ৭৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৪১জন পরীক্ষার্থী।
তিনি জানান, এবার বোর্ড সেরা হয়েছে রাজশাহী কলেজ। এ কলেজ থেকে ৫৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
এদিকে বুধবার দুপুর একটায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এএইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ।
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে