রাজশাহীতে কমেছে জিপিএ-৫, বেড়েছে পাশের হার
পাশের হার বাড়লেও এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৫৫ শতাংশ। গত পরীক্ষায় ছিল ৭৭ দশমিক ৬৯ শতাংশ। এর আগে ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ দ্য রিপোর্টকে জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাশের হার ৭৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৪১জন পরীক্ষার্থী।
তিনি জানান, এবার বোর্ড সেরা হয়েছে রাজশাহী কলেজ। এ কলেজ থেকে ৫৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
এদিকে বুধবার দুপুর একটায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এএইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ।
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন