ঢামেককে ডাটা ও ভয়েস সেবা দেবে এয়ারটেল
দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল টেলিকম অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) সঙ্গে একটি কর্পোরেট চুক্তি সাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড ঢামেকের সকল একাডেমিক এবং প্রশাসনিক সদস্যদের বিশেষায়িত ভয়েস এবং ডাটা সেবা প্রদান করবে। বুধবার ঢামেক অধ্যক্ষের সম্মেলন কক্ষে এই চুক্তিটি সাক্ষরিত হয়।
এয়ারটেল বাংলাদেশের এমডি এবং সিইও পিডি শর্মা, চীফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার আশরাফুল হক চৌধুরী, হেড-এন্টারপ্রাইজ সলিউশন জাফরী শামীম, এসএমই সেলস ম্যানেজার সৌরভ কবীর, কী একাউন্ট ম্যানেজার ফয়সাল মাহমুদ এবং ঢামেকের প্রিন্সিপ্যাল ডঃ মোঃ ইসমাইল খান, মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডাঃ এইচ এ এম নাজমুল আহসান চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসএ/এএইচ/আরআই
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে