৩৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
৩৭তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। মঙ্গলবার বিকালে এ ফল প্রকাশ করা হয়। পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ৩৭তম বিসিএসে লিখিত পরীক্ষার জন্য ৮ হাজার ৫২৩ জন যোগ্য বিবেচিত হয়েছেন।
টেলিটক মোবাইল থেকে PSC লিখে স্পেস দিয়ে ৩৭ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। লিখিত পরীক্ষার তারিখ পরে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ চাকরিপ্রার্থী গত ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন।
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা হিসেবে এক হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
# বিসিএস প্রিলিমিনারির ফল দেখুন
Results of 37th BCS preliminary examination out
এএইচ/এমএস