মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা আজই
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল যেকোনো সময় প্রকাশ হতে পারে। গতরাতেই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ৮৬ হাজার ৮শ ৯৫ পরীক্ষার্থীর ওএমআর শিট স্ক্যানিংয়ের কাজ শেষ হয়েছে।
রোববার সকাল থেকে বিভিন্ন কোটার ভিত্তিতে (সাধারণ, মুক্তিযোদ্ধা, উপজাতি ও জেলা ইত্যাদি) চূড়ান্ত ফলাফল সাজানোর কার্যক্রম চলছে।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ আজ বেলা পৌনে ১১টায় জাগোনিউজকে জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষা কমিটি ও ওভারসাইট কমিটির সদস্যদের উপস্থিতিতে পুঙ্খানুপুঙ্খরুপে পরীক্ষার খাতা ‘চেক’ ও ‘রিচেক’ শেষে কোটার ভিত্তিতে বণ্টন প্রক্রিয়া চলছে।
তিনি জানান, ফলাফল চূড়ান্ত হয়ে গেলে পরীক্ষা কমিটির সদস্যরা সভা করে ফলাফল প্রকাশের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে অবহিত করবেন। তার অনুমতি ও পরামর্শক্রমে ফলাফল প্রকাশ করা হবে।
আজ ফলাফল প্রকাশিত হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আজই ফলাফল প্রকাশের সম্ভাবনাকে উড়িয়ে দেয়া যায় না। তিনি জানান, শনিবার লোডশেডিংয়ের কারণে স্ক্যানিং কাজ ব্যাহত হয়। স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে কিছুটা বিলম্বিত হতে পারে।
তিনি জানান, চলতি বছর স্বচ্ছতার ভিত্তিতে সুষ্ঠু ও সুন্দরভাবে চূড়ান্ত ফলাফল প্রকাশের জন্য স্বাস্থ্যমন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, বিএমএ, বিএমডিসি, বিসিপিএস, শিক্ষাবিদ, সাংবাদিকসহ সকলেই সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন। বলে তিনি মন্তব্য করেন।
রাজধানীসহ সারাদেশের ১৮টি মেডিকেল কলেজের ৩৭টি কেন্দ্রে শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট ৯০ হাজার ৪শ ২৬ জন আবেদকারীর মধ্যে ৩ হাজার ৮শ ২৮ জন অনুপস্থিত ছিলেন।
ইতোপূর্বে ভর্তি পরীক্ষা ২০০ নম্বরের হলেও এবার ভর্তি পরীক্ষা হয় ৩০০ নম্বরের। এসএসসি ও এইচএসসি (এসএসসি ৭৫ ও এইচএসসি ১২৫) মিলিয়ে ২০০ ও ভর্তি পরীক্ষার ১০০ নম্বর মিলিয়ে মোট ৩০০ নম্বরের ভিত্তিতে ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে।
চলতি বছর মেডিকেল ও ডেন্টাল উভয় পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যোগ্যতা জিপিএ-৯ যা গত বছর ছিল জিপিএ-৮। উপজাতিদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা জিপিএ ৭ থেকে ৮ করা হয়।
২০০ নম্বরের মধ্যে এসএসসিতে প্রাপ্ত মোট নম্বরের শতকরা ৪০ ভাগ ও এইচএসসিতে প্রাপ্ত নম্বরের শতকরা ৬০ ভাগের ওপর একজন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষা পূর্ব নম্বর নির্ধারিত হবে। মেডিকেল ও ডেন্টাল উভয় পরীক্ষার জন্য একই শর্ত প্রযোজ্য।
এমইউ/এনএফ/এবিএস