৩১তম বিসিএস ক্যাডারের কার্যনির্বাহী কমিটি গঠন
৩১তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত ব্যাচের এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটিতে ঢাকা জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. শরীফুল আলম তানভীরকে সভাপতি ও কুমিল্লার এনডিসি রাকিব হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটিতে সহ-সভাপতি পদে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার মো. জোবায়ের হোসেন, খুলনার সহকারী কমিশানর মো. আতিকুল ইসলাম, কিশোরগঞ্জের সহকারী কমিশনার মো. সোহাগ হোসেন ও ঢাকার সহকারী কমিশনার সিফাতি জাহানকে মনোনীত করা হয় সাধারণ সভায়।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শরীয়তপুরের সহকারী কমিশনার এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাঈম ও বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার প্রণব কুমার ঘোষ এবং সাংগঠনিক সম্পাদক পদে নারায়ণগঞ্জের সহকারী কমিশনার মো. ইমরুল হাসান ও মানিকগঞ্জের এনডিসি মো. নাজমুল ইসলাম, দফতর সম্পাদক পদে মানিকগঞ্জের সহকারী কমিশনার মো. গোলাম কবির, কোষাধ্যক্ষ পদে নোয়াখালীর সহকারী কমিশনার মিল্টন রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী কমিশনার মো. হাসিব সরকারকে মনোনীত করা হয়েছে।
সভায় বিসিএস ক্যাডারদের নিয়ে নবগঠিত এ কমিটি দেশ ও জাতির সেবায় নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
আজিজুল সঞ্চয়/আরএস
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে