ইবিতে ক্লাস শুরু বৃহস্পতিবার
প্রায় এক মাস বন্ধ থাকার পর ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস-পরীক্ষা শুরু হচ্ছে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার)। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইবির অফিসসমূহ খুলছে সোমবার এবং ৭ জানুয়ারি থেকে আবাসিক হল খোলা এবং বৃহস্পতিবার থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত বছরের ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভাংচুর ও বাসে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কয়েকদফা সংঘর্ষের ঘটনেও ঘটে। এর পরিপ্রেক্ষিতে ওইদিন থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
সর্বশেষ গত ১৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বৈঠকে ৭ জানুয়ারি আবাসিক হলসমূহ এবং ৮ জানুয়ারি ক্যাম্পাসের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল প্রভোষ্ট কাউন্সিলের সভাপতি সহযোগী অধ্যাপক দেবাশীষ শর্মা জানান,৭ জানুয়ারি সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মসলেম উদ্দিন জানান, সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ এবং ৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।
সর্বশেষ - শিক্ষা
- ১ ইউজিসি ঘেরাও করে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ
- ২ গুচ্ছ ভর্তি বহাল রাখতে ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জরুরি নির্দেশনা
- ৩ শনিবারও বন্ধ থাকবে স্কুল, সাপ্তাহিক ছুটি দুদিনই বহাল
- ৪ মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ সালে ছুটি ৭৬ দিন, তালিকা প্রকাশ
- ৫ সরকারি-বেসরকারি স্কুলে অর্ধবার্ষিক পরীক্ষা জুনে, বার্ষিক নভেম্বরে