এসএসসির প্রথম দিনে চট্টগ্রামে ১১৭৩ পরীক্ষার্থী অনুপস্থিত

এসএসসি পরীক্ষা শুরুর দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলায় এক হাজার ১৭৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার প্রায় শূন্য দশমিক ৯৪ শতাংশ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম জেলায় ৭৮৭ জন, কক্সবাজারে ১৯০, রাঙ্গামাটিতে ৬১, খাগড়াছড়িতে ৮৫ ও বান্দরবানে ৫০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ২৪ হাজার ৪৪৪ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ২১৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে এক লাখ ২৩ হাজার ২৭১ জন।
- আরও পড়ুন
- প্রবেশপত্র না পেয়ে এসএসসি পরীক্ষা দিতে পারেনি ১৩ শিক্ষার্থী
- কেন্দ্র পরিদর্শনে হঠাৎ মতিঝিল বয়েজ স্কুলে শিক্ষা উপদেষ্টা
এরমধ্যে চট্টগ্রামের ১২৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৮৮ হাজার ৮২৮ জন, কক্সবাজারের ৩১টি কেন্দ্রে ১৮ হাজার ৭৮ জন, রাঙ্গামাটির ২১টি কেন্দ্রে ৬ হাজার ৯০ জন, খাগড়াছড়ির ২৪টি কেন্দ্রে ৬ হাজার ৩৮৭ এবং বান্দরবানের ১৫টি কেন্দ্রে ৩ হাজার ৮৮৮ জন পরীক্ষায় অংশ নেয়।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জাগো নিউজকে বলেন, এসএসসির বাংলা প্রথমপত্রের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এ পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ১৭৩ জন। এছাড়া অন্য সব পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল বলে জানান তিনি।
এমডিআইএইচ/এমকেআর/জিকেএস
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ শিক্ষার্থীদের আট দাবি নিয়ে যা জানালো মন্ত্রণালয়
- ২ রূপগঞ্জে ১০০ একর জমিতে নতুন ক্যাম্পাস, ২৫ হাজার শিক্ষার্থীর আবাসন
- ৩ আন্দোলনে ছাত্রলীগের সমর্থন ঘৃণাভরে প্রত্যাখ্যান করলো শিক্ষার্থীরা
- ৪ এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবেন পলিটেকনিক শিক্ষার্থীরা
- ৫ বৈঠকের নামে প্রতারণার প্রতিবাদে কারিগরি শিক্ষার্থীদের মশাল মিছিল