১০-১৩ নভেম্বর কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা চলতি বছরের ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস. এম. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত ৭ জুলাই অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ১২ জুলাইয়ের অনুষ্ঠিত সভায় সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট তারিখগুলোতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না থাকায় আগামী ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর এ বিশ্ববিদ্যালয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সব পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd এ জানানো হবে।
সর্বশেষ - শিক্ষা
- ১ প্রত্যন্ত অঞ্চলেও ভালো অবকাঠামো ও গ্র্যাজুয়েট শিক্ষক দিচ্ছে সরকার
- ২ ষষ্ঠ-সপ্তমের নতুন পাঠ্যবই মিলবে জানুয়ারির প্রথমদিকেই
- ৩ মাউশির ৮ আঞ্চলিক কার্যালয়ে নতুন উপ-পরিচালক
- ৪ জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষে পরীক্ষা শুরু ২ জানুয়ারি
- ৫ আওয়ামী লীগের ১২ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ‘সত্যানুসন্ধান কমিটি’