১০-১৩ নভেম্বর কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা চলতি বছরের ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা কর্মকর্তা এস. এম. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গত ৭ জুলাই অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের ১২ জুলাইয়ের অনুষ্ঠিত সভায় সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট তারিখগুলোতে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না থাকায় আগামী ১০, ১১, ১২ ও ১৩ নভেম্বর এ বিশ্ববিদ্যালয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত সব পরবর্তীতে বিভিন্ন পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd এ জানানো হবে।
সর্বশেষ - শিক্ষা
- ১ ছাত্রদের বিতর্কিত করে অভ্যুত্থান ব্যর্থ প্রমাণের অপচেষ্টা চলছে
- ২ গণঅভ্যুত্থানের গ্রাফিতি মুছে ফেললো গবর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
- ৩ দেশের শিক্ষাব্যবস্থা এমন চাকরি ছাড়া কিছুই ভাবতে দিচ্ছে না
- ৪ পাঠ্যবইয়ে ত্রুটি, আওয়ামী লীগের সাবেক মন্ত্রীর ছোট ভাইকে শোকজ
- ৫ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব