বুয়েটে ক্লাস শুরু ১২ এপ্রিল, নতুন শিক্ষার্থীর জন্য বিশেষ সতর্কতা

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবাগত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১২ এপ্রিল। শুক্রবার (২৮ মার্চ) বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তর পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদের সই করা বিশেষ জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বেশ কিছু বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হলো- আবাসিক হলে সিট সংকটে সবার আবাসনব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে না।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধা, অধ্যবসায় ও শ্রমের ফলশ্রুতিতে তীব্র এক প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীসহ বুয়েটের সব স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস আগামী ১২ এপ্রিল (শনিবার) শুরু হবে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে কোনো একটি আবাসিক হলে আবাসিক অথবা অনাবাসিক (সংযুক্ত) শিক্ষার্থী হিসেবে ভর্তি হতে হয়। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে সিটের (আসন) তীব্র সংকট রয়েছে। এ কারণে (২০২৪-২৫ শিক্ষাবর্ষসহ পাঁচটি ব্যাচের শিক্ষার্থী থাকবে) প্রথমবর্ষের শিক্ষার্থীদের ক্লাসের শুরুতে হলে সিট স্বল্পতার কারণে কোনো হলেই আবাসনের ব্যবস্থা করা সম্ভব না-ও হতে পারে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
‘এ অবস্থায় সব নবাগত শিক্ষার্থীকে নিজ নিজ ব্যবস্থাপনায় বুয়েট ক্যাম্পাসের বাইরে থেকে পড়ালেখার পূর্বপ্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে। তবে পর্যায়ক্রমে সিট খালি হওয়া সাপেক্ষে নবাগত শিক্ষার্থীদের জন্য প্রয়োজন মোতাবেক সিট দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। ঢাকার বাইরে অবস্থানকারী শিক্ষার্থীদের সিট বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহের তত্ত্বাবধান, শিক্ষর্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা, শরীরচর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান প্রভৃতি সহপাঠ্য কার্যক্রম আয়োজন ও পরিচালনা এবং শিক্ষার্থীদের চিকিৎসা সুবিধা প্রদানের দায়িত্ব ছাত্রকল্যাণ পরিদপ্তরের ওপর ন্যস্ত।
বিজ্ঞাপন
‘শিক্ষার্থীদের উপযুক্ত প্রকৌশলী, স্থপতি, পরিকল্পনাবিদ; সর্বোপরি একজন সুনাগরিক ও পরিপূর্ণ মানুষরূপে গড়ে তুলতে সব প্রকার সহযোগিতার জন্য ছাত্রকল্যাণ পরিদপ্তর সবসময় সচেষ্ট। এসব সুযোগ-সুবিধার সদ্ব্যবহার করার জন্য নবাগত শিক্ষার্থীরা এগিয়ে আসবে’ বলে বিজ্ঞপ্তিতে আশা করা হয়।
এদিকে, আবাসিক হলগুলোতে আসন বণ্টনের তালিকা অতি শিগগির বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।
এএএইচ/এমকেআর/এএসএম
বিজ্ঞাপন
সর্বশেষ - শিক্ষা
- ১ ১৯তম শিক্ষক নিবন্ধনের নিয়মে পরিবর্তন আনছে এনটিআরসিএ
- ২ বুয়েটে ক্লাস শুরু ১২ এপ্রিল, নতুন শিক্ষার্থীর জন্য বিশেষ সতর্কতা
- ৩ ঈদের আগে বেতন-বোনাস পেয়ে স্বস্তিতে সাড়ে ৩ লাখ এমপিওভুক্ত শিক্ষক
- ৪ কারিগরির এইচএসসি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ, অনিয়ম হলে বাতিল
- ৫ এপ্রিলেই স্কুল ফিডিংয়ের আওতায় আসছে প্রাথমিকের শিক্ষার্থীরা