ভিডিও EN
  1. Home/
  2. শিক্ষা

ইএফটিতে এ সপ্তাহে হচ্ছে না শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। তবে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক-কর্মচারীরা বেতন পেতে পারেন বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি)।

মাউশি সূত্র জানায়, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে বেতন পাওয়া শিক্ষক-কর্মচারীদের বেতন দিতে বিল সাবমিশন শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের বেতন যেতে পারে। এরপর তারা টাকা তুলতে পারবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাউশির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হলেও বিল সাবমিশন করবেন প্রতিষ্ঠানের প্রধানরা। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ম্যানেজিং কমিটির সহায়তায় কতজন শিক্ষক-কর্মচারীকে বেতন দেওয়া হবে, সেটি সাবমিট করবেন। এরপর আমরা এটি মন্ত্রণালয়ে পাঠাবো।

ওই কর্মকর্তা আরও জানান, এরই মধ্যে প্রতিষ্ঠান প্রধানরা বিল সাবমিশনের কাজ শুরু করেছেন। দু-একদিনের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হলে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক-কর্মচারীরা ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন। এজন্য সঠিক তথ্য সাবমিট করতে হবে। প্রায় সাড়ে তিন লাখ শিক্ষক-কর্মচারী আগামী সপ্তাহে বেতন পেতে পারেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড়া হতো। বেতনের টাকা তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এ ভোগান্তি কমাতে গত ১ জানুয়ারি থেকে ইএফটিতে শতভাগ শিক্ষক ও কর্মচারীর বেতন-ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

বর্তমানে বেসরকারি স্কুল-কলেজের তিন লাখ ৮৯ হাজার শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে তিন লাখ ৮০ হাজার শিক্ষক-কর্মচারীর তথ্য যাচাই করেছে মাউশি। বাকিদের তথ্য-উপাত্ত সংশোধন প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

এএএইচ/এমআইএইচএস

বিজ্ঞাপন