প্রাথমিক বিদ্যালয়ের সাত প্রধান শিক্ষক বরখাস্ত
অনুপস্থিতির কারণে মানিকগঞ্জের সাতটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বরখাস্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন এ তথ্য জানান।
পরে খোঁজ নিয়ে জানা গেছে, বিনা ছুটিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন ও ঢাকা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক ইন্দ্র ভূষণ দেব মানিকগঞ্জের ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে যান। এর মধ্যে ছুটি ছাড়াই সাতটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অনুপস্থিত পাওয়া যায়। এরপর মানিকগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে তলব করে জরুরি ভিত্তিতে ওই প্রধান শিক্ষকদের বিস্তারিত জানতে চাওয়া হয়। পরে আজ বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ওই সাত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বহিষ্কার করে একটি নির্দেশনা জারি করা হয়।
বহিষ্কার হওয়া প্রধান শিক্ষকরা হলেন- ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুর রহমান, সুতালডী রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোখলেছইন আহমেদ, হরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুভ্র সাহা, হারুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মনি মিয়া, পূর্ব আজিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্মৃতি চৌধুরী, এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরমান আলী ও সুতালডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা ফারজানা।
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়া উদ্দিন জাগো নিউজকে বলেন, ‘বুধবার সচিব স্যার ও ঢাকা জেলা শিক্ষা অফিসের উপ পরিচালক স্যার বিদ্যালয় পরিদর্শনে আসেন। তারা চর অঞ্চলের ১৫টি বিদ্যালয় পরিদর্শন করেন। এর মধ্যে সাতটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অনুপস্থিত পান। এরপর বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই সাত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের বহিষ্কার করে একটি নির্দেশনা জারি করা হয়।’
মন্ত্রণালয় থেকে জানা গেছে, এই সাত শিক্ষকের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেয়া হয়েছে।
জাতীয় প্রেস ক্লাবের অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, সরকার প্রাথমিক শিক্ষকদের জন্য প্রাথমিক স্কুলের অবকাঠামো নির্মাণসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে। শিক্ষকরা যেন শ্রেণিকক্ষে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করেন সে ব্যাপারে কঠোর নির্দেশ প্রদান করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের একজন করে অফিস সহকারী দেবার প্রক্রিয়া নিয়ে কাজ চলছে। এ ছাড়াও শিক্ষকদের পদোন্নতিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করার আশ্বাস দেন তিনি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দেবার জন্য অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ ছাড়াও অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএইচএম/বি.এম খোরশেদ/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - শিক্ষা
- ১ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধে হাসিনার বিদায় ত্বরান্বিত হয়: প্রেস সচিব
- ২ সরকারিতে আসনের চারগুণ আবেদন, সাড়া নেই বেসরকারিতে
- ৩ সাত কলেজের ফেল করা শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা
- ৪ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভা করার নির্দেশ
- ৫ পিএইচডি-এমফিলধারী ২০৬ শিক্ষককে সংবর্ধনা দিলো জমিয়াতুল মোদার্রেছীন