নেটওয়ার্ক সমস্যায় আটকে গেছে ডিএসইর লেনদেন
নেটওয়ার্ক সমস্যার কারণে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেন শুরু করা সম্ভব হয়নি। সমস্যা সমাধানে কাজ করছে ডিএসইর আইটি টিম।
নির্ধারিত সময় অনুযায়ী রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হওয়ার কথা। তবে বিনিয়োগকারী সকাল ১০টার দিকে ডিএসইর ওয়েবসাইটে প্রবেশ করে দেখেন লেনদেন হচ্ছে না।
এ বিষয়ে একটি ব্রোকারেজ হাউসের লেনদেন পরিচালনার সঙ্গে জড়িত থাকা এক কর্মকর্তা বলেন, লেনদেন শুরুর সময়ে লেনদেন করতে গিয়ে দেখি লেনদেন হচ্ছে না। কী সমস্যা হয়েছে বুঝতে পারছি না। ডিএসই থেকে বলা হচ্ছে শিগগির লেনদেন শুরু হবে।
যোগাযোগ করা হলে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাত্বিক আহমেদ শাহ জাগো নিউজকে বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে নির্ধারিত সময়ে লেনদেন শুরু করা সম্ভব হয়নি। আইটি টিম কাজ করছে। আশা করি শিগগির সমস্যার সমাধান হয়ে যাবে।
সফটওয়্যারের কোনো সমস্যা আছে কি না? এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, না, সফটওয়্যারের কোনো সমস্যা নেই। নেটওয়ার্কের সমস্যা হয়েছে।
তাহলে কি ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না- এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, অনেকটা সে রকম। এখন সমস্যা সমাধানে কাজ চলছে।
এমএএস/কেএসআর