ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বাণিজ্যমেলায় তরুণদের আগ্রহ জুলাই-ছত্রিশ চত্বরে

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৬:০৪ পিএম, ০৩ জানুয়ারি ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের সম্মানার্থে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় (ডিআইটিএফ- ২০২৫) তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও ছত্রিশ চত্বর। এবারের মেলায় তরুণদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এ দুই চত্বর।

পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রের পূর্ব পাশে করা হয়েছে জুলাই চত্বর। এছাড়া প্রদর্শনী কেন্দ্রের পেছনে রয়েছে ছত্রিশ চত্বর। সেখানে তরুণদের উপস্থিতি নজরে পড়ার মতো।

jagonews24.com

প্রদর্শনী কেন্দ্রের মাঝে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন, যা দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করবে। সেখানেও তরুণদের উপস্থিতি বেশি।

সরেজমিনে দেখা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার আত্মত্যাগের নানান গল্প ও ছবি সম্মিলিত ব্যানার, প্লাকার্ড দিয়ে সাজানো হয়েছে এসব চত্বর। এখানে স্থান পেয়েছে আবু সাঈদ, মীর মুগ্ধসহ আন্দোলনে শহীদদের নানান কথা, তথ্য ও ছবি। রয়েছে ওই সময় গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন সংবাদের ব্যানার।

jagonews24.com

আগত দর্শনার্থীরা সেগুলো দেখছেন এবং সেসব স্মৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে ছবি তুলছেন।

মামুনুর রাশেদ নামের এক তরুণ বলেন, যাদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, তাদের স্মরণে মেলায় এমন আয়োজন নিশ্চয়ই প্রশংসনীয়। খুব ভালো লাগছে এখানে এসে।

মিনহা মিম নামের এক শিক্ষার্থী বলেন, যারা শহীদ হয়েছেন, তাদেরকে তো আর পাবো না। কিন্তু তাদের ছবির সঙ্গে নিজের ছবিগুলো স্মৃতি করে রাখতে এসেছি।

jagonews24.com

বিজয় নামের একজন বলেন, জুলাই আমাদের প্রেরণা। মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ, জুলাই অভ্যুত্থান এত সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। প্রতিবছর যেন এমন আয়োজন থাকে, যেন ভবিষ্যত প্রজন্ম তাদের এই আত্মত্যাগের কথা কখনো না ভোলে।

jagonews24.com

দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন। সেখানে রপ্তানি বিষয়ে নানান ধরনের তথ্য সহায়তা এবং পরামর্শ পাচ্ছেন তরুণরা।

এনএইচ/কেএসআর