ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থী বাড়ছে আবাসন মেলায়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে শুরু হওয়া আবাসন মেলা জমে উঠেছে। মেলার তৃতীয় দিনে সকাল থেকেই ক্রেতার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। বড়দিন উপলক্ষে সরকারি ছুটি হওয়ায় এদিন বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ও বাড়ছে। দুপুরের পর থেকেই মেলার প্রতিটি স্টলে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে।

ক্রেতাদের আগমনে খুশি কোম্পানিও। তাদের প্রতিনিধিরা জানান, পরিস্থিতি (ক্রেতাদের ভিড়) দেখে ধারণা করা যায় এবার রেকর্ড সংখ্যক ফ্ল্যাট, প্লট ও অ্যাপার্টমেন্টের বুকিং আসবে।

মোহাম্মদপুর থেকে আব্দুল হামিদ পরিবার নিয়ে মেলায় এসেছেন। তার ইচ্ছা এবার সাধ্যের মধ্যে ভালো মানের ফ্ল্যাট কেনা। এজন্য মেলার নানা স্টলে ঘুরছেন। কথা বলেছেন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গেও।

হামিদ জাগো নিউজকে বলেন, কয়েক বছর ধরেই চিন্তা করছি ফ্ল্যাট কেনার। কিছু টাকাও সঞ্চয় করেছি। কয়েকটা কোম্পানির সঙ্গে যোগাযোগও হয়েছিল। তবে বাজেট অনুয়ায়ী পছন্দের ফ্ল্যাট পাইনি। গতকাল মেলায় এসে ভালো লেগেছে। আজ পরিবার নিয়ে এসেছি। আরও কয়েকটা কোম্পানির অফার যাচাইয়ের পর একটা কোম্পানির কাছে বুকিং দিয়েছি। ওরা আবার পরিবার নিয়ে কক্সবাজার ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছে।

পল্টন লাইন আজিমপুর থেকে এসেছেন ব্যাংক কর্মকর্তা আসাদ। তিনি জাগো নিউজকে বলেন, মেলায় এসেছি প্লট বা ফ্ল্যাট যা পাব বুকিং দেব। অফিস থেকে যে হোম লোন পাব সেটা কাজে লাগাতে চাই।

কেমন ফ্ল্যাট বা প্লট কিনবেন এ বিষয়ে তিনি বলেন, প্রথম পছন্দ মেট্রোরেল চলাচলের এলাকা। বিশেষ করে মেট্রো স্টেশন সংলগ্ন হলে আজই বুকিং দিতে চাই।

আরও পড়ুন

ক্রেতার আগমনে খুশি আবাসন ব্যবসায়ীরাও। এ বিষয়ে আবাসন ব্যবসায়ী ও রিহ্যাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী ভূইয়া বলেন, এবার মেলায় ক্রেতাদের সাড়া (উপস্থিতি) ভালো। এভাবেই বাকি দুদিন চললে বুকিং অন্যবারের চেয়ে ভালো হতে পারে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বিআইসিসিতে রিহ্যাব ফেয়ার ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মেজর জেনারেল ড. সিদ্দিকুর রহমান। পাঁচ দিনব্যাপী আবাসন খাতের এ মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। এবারের মেলায় বিভিন্ন আবাসন কোম্পানির পাশাপাশি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানও অংশ নিয়েছে।

রিহ্যাব ফেয়ারে ২২০টি স্টল রয়েছে। অংশ নিয়েছে ৫টি গোল্ড স্পন্সর, ১৮টি কো-স্পন্সর, ১৮টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১০ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় প্রবেশে সিঙ্গেল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ৫০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিটের মূল্য ধরা হয়েছে ১০০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার সময় পাঁচবার প্রবেশের সুযোগ পাবেন।

ইএআর/এএমএ/এমএস