ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

জেসিআই চট্টগ্রামের প্রেসিডেন্ট হলেন গোলাম সরোয়ার চৌধুরী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে গোলাম সরোয়ার চৌধুরী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি নগরের চিটাগং ক্লাব অডিটোরিয়ামে জেসিআই চট্টগ্রামের বার্ষিক সাধারণ সভায় আনন্দঘন পরিবেশে ২০২৫ সালের জন্য নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ২০২৪ এর আইপিএল রাজু আহাম্মেদ নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

নতুন কমিটিতে রয়েছেন আইপিএলপি মোহাম্মদ ইসমাঈল (মুন্না), নির্বাহী সহসভাপতি জুনায়েদ আহমেদ রাহাত ও মইন উদ্দিন নাহিদ, সহসভাপতি মুন্তাসির আল মাহমুদ (রাহি), শাহেদ আলী সাকি, ডা. জুয়েল রহমান ও আল আমিন মেহেরাজ বাপ্পি, সেক্রেটারি জেনারেল ইসতিয়াক আলম চৌধুরী, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার ইসতিয়াক উর রহমান, স্পেশাল এসিস্ট্যান্ট টু প্রেসিডেন্ট সাদ বিন মুস্তাফিজ, জিএলসি ইঞ্জিনিয়ার আশরাফ বান্টি, স্ট্র্যাটেজিক প্ল্যানিং চেয়ারপারসন সাইহান হাসনাত, মিডিয়া ও পিআর চেয়ারপারসন ফারিয়া আকবর রিয়া ও জেসিআই ইন বিজনেস চেয়ারপারসন শাহাব উদ্দিন চৌধুরী।

পরিচালক নিযুক্ত হয়েছেন তৈয়্যবুর রহমান জাওয়াদ, কায়সার হামিদ ফরহাদ, তাইমুর আহমেদ রিফাত, অনিক চৌধুরী, ডা. নুরুল কবির মাসুম, আফরোজা বেগম, মোহাম্মদ আনাস, মো. জিয়া উদ্দিন, সাকিব চৌধুরী, শাহেদ সাকি, আকরাম তুহিন প্রমুখ । আরও রয়েছেন ডিজিটাল কমিটি চেয়ার ফয়সাল মাহমুদ এবং ইভেন্ট কমিটি চেয়ার কাজি আমির খসরু।

সভায় জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বডির মধ্যে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) কাজি ফাহাদ, ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট (ইলেক্ট) আরিফিন রাফি আহমেদ, ন্যাশনাল ইভিপি (ইলেক্ট) শান সাহেদ, ন্যাশনাল কোষাধ্যক্ষ (ইলেক্ট) ইরফান উদ্দিন ও ন্যাশনাল জিএলসি তাহসিন আজিম সেজান।

নবনির্বাচিত প্রেসিডেন্ট গোলাম সরোয়ার চৌধুরী শুভেচ্ছা বক্তব্যে বলেন, জেসিআই তরুণদের সংগঠন। তাই ১২ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

গোলাম সরোয়ার চৌধুরী পেশায় একজন ব্যবসায়ী। স্বনামধন্য ব্যবসায়ী পরিবারের সন্তান। তিনি দ্য ইঞ্জিনিয়ার্স এন্ড কনসোর্টিয়াম, এনএস ট্রাভেলসের স্বত্বাধিকারী। চট্টগ্রামে জেসিআইয়ের সূচনালগ্ন থেকে এ সংগঠনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং কাজ করে আসছেন। বিভিন্ন সামাজিক সংগঠন এবং ক্লাবের সাথেও জড়িত আছেন তিনি। এছাড়াও, তিনি চট্টগ্রাম ক্লাব লিমিটেড এবং চট্টগ্রাম খুলশী ক্লাব লিমিটেডের স্থায়ী সদস্য।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) তরুণদের একটি সংগঠন। এতে ১৮-৪০ বছরের তরুণরা সদস্য হন। ২০১২ সালে জেসিআই চিটাগং কার্যক্রম শুরু করে।

এমকেআর/এএসএম