ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

নিজের বাড়ির স্বপ্ন পূরণে পাশে আছে ইজি বিল্ড

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২২ ডিসেম্বর ২০২৪

প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে কোলাহলমুক্ত, সবুজের ছোঁয়ায় নিজের একটা বাড়ির। কর্মব্যস্ত জীবনে নিজের লালিত স্বপ্ন বাস্তবায়নের আকাঙ্ক্ষা সবারই থাকে। তবে সময়ের অভাব, অনভিজ্ঞতাসহ নানান কারণে সুযোগটা ঠিক হয়ে ওঠে না। আপনার স্বপ্ন পূরণের এ দায়িত্ব বুঝে নিচ্ছে ইজি বিল্ড।

ইজি বিল্ড প্রাণ-আরএফএল গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশের আবাসন খাতে এক অনবদ্য সংযোজন। আসছে রিহ্যাব ফেয়ারে ইজি বিল্ড থাকছে আপনার অপেক্ষায়।

ইপিসি কনসেপ্টের আওতায় ‘বাড়ি নির্মাণের এ টু জেড সল্যুশন’ নিয়ে ইজি বিল্ড দীর্ঘ ১২ বছর বাড়ি নির্মাণ সংক্রান্ত সব ঝামেলার সহজ সমাধানের মাধ্যমে গ্রাহক সেবা নিশ্চিত করে চলেছে। এছাড়াও ইজি বিল্ড নিশ্চিত করছে বাড়ি নির্মাণে ২০ শতাংশ পর্যন্ত সাশ্রয়।

আবাসন, মেলা, আরএফএল, প্রাণ-আরএফএল, নির্মাণ শিল্পনিজের বাড়ির স্বপ্ন পূরণে পাশে আছে ইজি বিল্ড

আগামী ২৩ ডিসেম্বর শুরু হচ্ছে আবাসন খাতের সব থেকে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৪। পাঁচ দিনব্যাপী এ মেলায় নানান আয়োজন নিয়ে অংশ নিচ্ছে ইজি বিল্ড।

গ্রাহকের কথা চিন্তা করে ওয়ান স্টপ সল্যুশন দিতে রিয়েল এস্টেট জগতে যাত্রা শুরু করছে ইজি বিল্ড। আপনার নিরাপদ বিনিয়োগ ও সাশ্রয়ী মূল্যে উন্নত জীবন যাপনের সুযোগ পেতে আজই যোগাযোগ করুন।

মোবাইল ফোন: ০১৭০৪১৫১৮৭৭
ওয়েবসাইট: www.rfleasybuild.com

কেএসআর/জেআইএম