চারদিনে ওরিয়ন ইনফিউশনের দাম বাড়লো ১৫৮ কোটি টাকা
টানা দরপতনের পর গত সপ্তাহ কিছুটা ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে দেশের শেয়ারবাজারে। এই বাজারে দাম বাড়ার ক্ষেত্রে বড় ধরনের দাপট দেখিয়েছে ওরিয়ন ইনফিউশন। গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসেই কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে প্রায় ১৫৮ কোটি টাকা।
এক শ্রেণির বিনিয়োগকারীর কাছে কোম্পানিটির শেয়ার আগ্রহের শীর্ষে চলে আসে। ফলে সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ স্থানটি দখল করেছে এই কোম্পানির শেয়ার। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বন্ধ থাকায় গত সপ্তাহে শেয়ারবাজারে এক কার্যদিবস কম লেনদেন হয়েছে।
সপ্তাহজুড়ে লেনদেন হওয়া চার কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ২৪ দশমিক ২৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৭৭ টাকা ৬০ পয়সা। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে বেড়েছে ১৫৭ কোটি ৯৯ লাখ ১৭ হাজার ৩৭৬ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৯৭ টাকা ৮০ পয়সা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৩২০ টাকা ২০ পয়সা।
আরও পড়ুন
- বাজার মূলধন বাড়লো ৭ হাজার কোটি টাকা
- ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে শেয়ারবাজার
- বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী টেরা পার্টনার্স
শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২০ শতাংশ নগদ, ২০২১ সালে ১০ শতাংশ নগদ এবং ২০২০ সালে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি।
কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৩ লাখ ৫৯ হাজার ৭৬০টি। এর মধ্যে উদ্যোক্তার কাছে ৪০ দশমিক ৬১ শতাংশ শেয়ার আছে। বাকি শেয়ারের মধ্যে ৫৪ দশমিক ১৩ শতাংশই আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ২১ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক শূন্য ৫ শতাংশ শেয়ার আছে।
ওরিয়ন ইনফিউশনের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮ দশমিক ৫৪ শতাংশ। ১৬ দশমিক ৬৭ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা বিকন ফার্মাসিউটিক্যালসের ১৫ দশমিক ৫৮ শতাংশ, হামি ইন্ডাস্ট্রিজের ১৫ দশমিক ৫৭ শতাংশ, একমি ল্যাবরেটরিজের ১১ দশমিক ৬৭ শতাংশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১১ দশমিক ৩৯ শতাংশ, জেমিনি সি ফুডের ১১ দশমিক ১৮ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রোডের ১০ দশমিক ৬৬ শতাংশ এবং ফাইন ফুডসের ১০ দশমিক ৬৪ শতাংশ দাম বেড়েছে।
এমএএস/ইএ