মিডল্যান্ড ব্যাংক ও সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে এমওইউ সই
মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও সেবা ফিনটেক লিমিটেড একটি মেমোরেনডাম অফ আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) সই করেছে। ডিজিটাল ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এই সই হয়।
এ উপলক্ষে মিডল্যান্ড ব্যাংকে আয়োজিত একটি অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জাহিদ হোসেন ও ম্যানেজিং ডিরেক্টর ইলমুল হক সাজিব সেবা ফিনটেক লিমিটেড স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে এমওইউ সই করেন।
এই অংশীদারত্ব এমন একটি সময়ে এসেছে যখন দুটি প্রতিষ্ঠানই এমন ডিজিটাল ফাইন্যান্সিয়াল সমাধানগুলোর জন্য বাড়তি চাহিদা অনুভব করছে, যা প্রয়োজন অনুযায়ী সবার প্রযুক্তি ভিত্তিক সেবা গ্রহণ করতে সক্ষম হবে। মিডল্যান্ড ব্যাংক পিএলসির ব্যাংকিং সেবার উন্নত খ্যাতি এবং সেবা ফিনটেকের আধুনিক ফিনটেক সমাধানগুলোর সমণ্বয়ে এই দুটি প্রতিষ্ঠান ডিজিটাল ফাইন্যান্সের পরিপ্রেক্ষিতকে বদলে দেওয়ার জন্য প্রস্তুত।
এমওইউ-এর মূল উদ্দেশ্যসমূহ
• অ্যাকাউন্ট-টু-অ্যাকাউন্ট ট্রান্সফার: পুশ এবং পুল (ব্যাংক থেকে ওয়ালেট, ওয়ালেট থেকে ব্যাংক)
• সেবা মার্চেন্টদের জন্য ভার্চুয়াল অ্যাকাউন্ট ট্যাগিং
• পেমেন্ট প্রসেসিং এর জন্য নেটওয়ার্ক সংযোগ
• ইএমআই পার্টনারশিপ প্রস্তাব
• এজেন্ট ব্যাংকিং সেবা: সেবা মার্চেন্ট এবং ডিস্ট্রিবিউটরদের জন্য ক্যাশ হ্যান্ডলিং সমস্যা সমাধানের জন্য এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা হবে, যা ক্যাশ কালেকশন প্রক্রিয়াকে সহজ করবে।
• ন্যানো লোন এবং ডিজিটাল ন্যানো সেভিংস সমাধান
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. নাজমুল হুদা সরকার, সিটিও, মো. রাশেদ আকতার, হেড অফ রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন, মো. মোহাম্মদ হাসিবুর রহমান, হেড অফ ক্যাশ ম্যানেজমেন্ট এমএন উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নির্বাহী এবং প্রতিনিধিসহ অনেকে।
এমআইএইচএস/জেআইএম
সর্বশেষ - অর্থনীতি
- ১ ৫ মাসে এক টাকাও খরচ করতে পারেনি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়
- ২ মিডল্যান্ড ব্যাংক ও সেবা ফিনটেক লিমিটেডের মধ্যে এমওইউ সই
- ৩ বিদ্যুৎ বিভাগের অবকাঠামো উন্নয়নে ২৭ কোটি ডলার ঋণ দিচ্ছে এআইআইবি
- ৪ ৩ বছরে দারিদ্র্যসীমার নিচে দেশের আরও সাড়ে ৭৮ লাখ মানুষ
- ৫ উন্নয়নে গতি নেই, ৫ মাসে এডিপি বাস্তবায়ন ১২ দশমিক ২৯ শতাংশ