চালডাল.কমে পণ্য কিনে ছাড় পাবেন মিডল্যান্ড ব্যাংকের গ্রাহকরা
মিডল্যান্ড ব্যাংক পিএলসির (এমডিবি) সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে চালডাল.কম।
সমঝোতা স্মারক সইয়ের মাধ্যমে এখন থেকে মিডল্যান্ড ব্যাংকের সকল ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডের গ্রাহকরা চালডাল.কম থেকে মাসে সর্বোচ্চ দুইবার এক হাজার ৯৯৯ টাকার পণ্য কিনে ৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।
সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই করা হয়।
চালডাল পেমেন্টস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইফতেখারুল আলম ও মিডল্যান্ড ব্যাংকের হেড অব রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশন অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার মো. রাশেদ আকতার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
মিডল্যান্ড ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো. আবেদ-উর-রহমান, মার্চেন্ট রিলেশনশিপ অফিসার সজল আহমেদ, এবং চালডাল লিমিটেডের ডিপুটি ডিরেক্টর শাহারিয়ার রুবায়েত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চালডাল দেশের একটি স্বনামধন্য অনলাইনভিত্তিক গ্রোসারি প্ল্যাটফর্ম। ঢাকা শহরজুড়ে যার রয়েছে ৫০ হাজারের বেশি গ্রাহক ও ২০০ অধিক ব্যবসায়ী গ্রাহক।
বিএ/এএসএম