ভিডিও EN
  1. Home/
  2. অর্থনীতি

ঢাকা চেম্বারের মহাসচিব আফসারুলের মৃত্যুতে ডিসিসিআই’র শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:১৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০২৪

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) মহাসচিব আফসারুল আরিফিনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ডিসিসিআই’র সভাপতি আশরাফ আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা।

ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ এবং পরিচালনা পর্ষদের সদস্যরা মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতবাসী করেন সেই প্রার্থনা করেন। মরহুমের পরিবারের সদস্যদের প্রতিও তিনি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেছেন।

তার জানাজা মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর মতিঝিল মোহামেডান স্পোটিং ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুর ১১ নম্বরে অবস্থিত জান্নাতুল মাওয়া কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে।

এর আগে গত ৬ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

আফসারুল আরিফিন ২০২০ সাল থেকে ঢাকা চেম্বারের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি প্রায় তিন দশক ধরে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন। তার দীর্ঘ কর্মজীবনে বিশেষ করে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠনগুলোতে কাজের মাধ্যমে ব্যাপক অভিজ্ঞতা এবং পরিচিতি লাভ করেন।

এসআরএস/এমআইএইচএস/জিকেএস